সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৬ ১৪৩১

নিউইয়র্কে সাগরপাড়ে বাংলাদেশিদের জোছনা উৎসব

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩০, ২ আগস্ট ২০২৩

নিউইয়র্কে সাগরপাড়ে বাংলাদেশিদের জোছনা উৎসব

ছবি- সংগৃহীত

নিউইয়র্কে প্রথমবারের মতো মহাসাড়ম্বরে জোছনা উৎসব উদযাপিত হয়েছে। রবীন্দ্র উৎসব ও লালন উৎসব কমিটি গত ৩১ জুলাই রকওয়ে বিচে এই জোছনা উৎসবের আয়োজন করে। কর্মদিবস সত্ত্বেও সহস্রাধিক মানুষ সৈকতে জড়ো হয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন।

আয়োজকরা জানিয়েছেন, নিউইয়র্কের কোনো বিচে একটি অনুষ্ঠানে এতো বাংলাদেশির অংশগ্রহণ এই প্রথম। জোছনা উৎসব উৎসর্গ করা হয় বাংলা সাহিত্যের প্রকৃতিপ্রেমী কালজয়ী লেখক ও কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদকে।

উৎসবের উদ্বোধন হয়েছে ঢোলক নজরুল ইসলামের ঢোলের বাদ্যে। এরপর মুক্তিযোদ্ধা শিল্পী তাজুল ইমাম গান শুরু করেন। তিনিই উৎসবের প্রধান উপদেষ্টা। এরপরই সেতার শিল্পী মোর্শেদ খান অপু ও প্রখ্যাত তবলাবাদক তপন মোদকের যুগলবন্দি পরিবেশনা উপভোগ করেন সবাই।