শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

হনুজ দুরস্ত

রাজা রাকিব

প্রকাশিত: ২০:২৭, ১৭ জুলাই ২০২৪

হনুজ দুরস্ত

ছবি- সংগৃহীত

মাটি ফুঁড়ে খাড়া ঐ ক্যাকটাস
যেন উদ্ধত নাঙা তলোয়ার,
দৃশ্যত অনিমেষ চোখ রাঙানি-
ভীষণ আগ্রাসী আহ্বান !

চঞ্চল মুখর মায়াময়ী ঐ সজারু
যেন কণ্টকময় গোলাপ গাছ,
হাত বাড়ালেই শত ফোড়ন-
স্পর্শের পরশ সুদূর পরাহত !

ছায়াসঙ্গী হয়ে পথ চলে ঐ চাঁদ
যেন বিশ্বস্ত সহযোগী বা অনুচর
মিটিমিটি হাসে দূর থেকেই-
তবুও ধরা দেয় না সকাশে।

 ৫' ৩" সমেত..দেখো ঐ 'ডানাকাটা পরী'
হেটার্সরা রটায় যে 'আমার' মনোলোভা প্রেয়সী !
অথচ স্রেফ 'বন্ধু' বানিয়েই রেখে দিল যাদুঘরে
"ভালোবাসা"..!  সেটা তো আসলেই হনুজ দুরস্ত।