ছবি- সংগৃহীত
পৃথিবীতে আগমনী বার্তা নিয়ে
এলো নতুন এক অতিথী।
এসেই চিৎকার করে জানান
দিলো--- আমি এসে গেছি,
আমি এসে গেছি।
আদরে,আহ্লাদে কেটে গেলো
শিশু বেলা, এলো কৈশোর ।
চোখে তার সমুদ্রের চঞ্চলতা,
নিজেরই দুরন্তপনায় মুগ্ধ সে,
ডানপিটে আর চঞ্চল
প্রকৃতির।
বাঁধন মানেনা কারো, চুপিসারে
একদিন হলো পালাবদল, এলো
জীবনের শ্রেষ্ঠ সময় যৌবন।
নীল চোখে যেদিকে যা-কিছু
সবই সুন্দর। নিজেকেও সুন্দর
করে আরো,অশান্ত
চঞ্চল মন।
জয় করে নিতে চায় সবকিছু,
পরাজয় মানেনা বাঁধন।
সাফল্যের সিঁড়ি বেঁয়ে একদিন
এলো বার্ধক্য, এলো
প্রৌঢ়ত্ব, সংসারে প্রয়োজন
ফুরালো তখন।
জীবনের চাওয়া-পাওয়ার
হিসেব মেলাতে মেলাতে কেটে
যায় দিন রাত।
অপাঙ্ক্তেয় মনে হয় নিজেকে,
অপলক শুধু খুঁজে ফিরে
যেন, ফেলে আসা সেই
হারানো অতীত।