ছবি- সংগৃহীত
তোমার শহরে কী ভালোবাসা
ভালো আছে?
আমার শহরে এখন ভালোবাসা
ভালো নেই!
ভালোবাসার আকাল লেগেছে!
মানুষের জীবনে নেই
অন্যের জীবনের জন্য ভালোবাসা!
ভালোবাসা আছে শুধু নিজের জন্য,
নিজেকে নিয়ে!
ভালোবাসা নেই পাখিদের জন্য,
ভালোবাসা নেই গাছের জন্য,
ভালোবাসা নেই ফুসফুস ভরা
শীতল বাতাসে প্রাণ
জুড়িয়ে দেয়া নদীটির জন্য ,
ভালোবাসা নেই নিজের ইতিহাস ও
ঐতিহ্য সংরক্ষণের জন্য,
ভালোবাসা নেই নির্মল
সুনীল আকাশের জন্য!
আর জানো তো!
ভালোবাসা নেই যেখানে
সেখানে কিছু নেই, কিচ্ছুটি নেই!
কবে যে আসবে ফিরে
এই শহরে ভালোবাসা আমি জানিনা,
কেউ কী জানো?