ছবি- সংগৃহীত
ঘুম ভাঙার পর একটা টোকা পড়ে দরজায়
আর কাঁপতে থাকে ভেতরের গল্প,
রক্তচাপের সাথে দুর্বল আশ্রয় হয়ে ওঠে প্রাণঘাতী
নাড়ির গতি মাপে সত্য ও মিথ্যের সহবাস,
ওঠাপড়া বহুমাত্রিক পথে ছোটে ধ্বংসাত্মক প্রেম
প্রিয় বয়স্যের ছন্দহীন গতি,
বিস্তৃত শরীর বোঝায় কি ভাবে কাঠামোর নীচে বজায় থাকে ম্যগমা ধর্ম
পৃথিবীকে প্রলুব্ধ করার গোপন ধর্মদ্রোহী প্রচেষ্টা।
জাড্যসূত্রে সে ক্রোমাগত পাষণ্ড হয়ে ওঠে
জংঘা খোলে, ছিঁড়ে নেয় বক্ষদেশ ,
জটিল বিশ্বাসের সুতো ছাড়াতে ছাড়াতে বুঝি
এভাবে তার চোখের ওপর চোখ রাখা ঠিক হয়নি।