ছবি- সংগৃহীত
অগ্নি রূপের মহাপ্রলয়
তপ্ত রুষ্টে একি বৈশাখ !
জ্বলছে দেহ পুড়ছে মাটি
মেঘকে মানুষ দেয় চোখে ডাক ।
মেঘ কী তবে বাস্তুহারা ?
নিখোঁজ সে কী একেবারে ?
কন্যা এবং পরী রূপের
মেঘ কী নেই আর আকাশ পারে ?
ঈশান কোণে আগুন জ্বলে
রক্ত রুখু শিরায় -শিরায় ,
ছায়াতে নেই ছায়ার স্বাদও
সেও এখন উষ্ণতা গা'য় ।
গৃহবন্দি হয়েও গৃহের
দেওয়াল-মেঝের গায়ে গরম ,
স্মৃতির বোঁটায় নেই ধরে আর
বৃষ্টি পায়ের মল ঝমাঝম ।
অনেক দূরে আরও দূরে
মেঘের দেশে সৃষ্টি মরু ,
নিরাশ হয়েও ওপর দিকে
ফাটা চোখে তাকায় তরু ।
মাঠের কষ্টে-কষ্ট চাষির
মাটির ফাটল রোজই বাড়ে ,
মাটি দেহের মাতৃশক্তি
বৈশাখী দিন রোজই কাড়ে ।