ছবি- সংগৃহীত
মাগো তোমার চরণতলে
দিয়ো একটু ঠাঁই,
জগত মাঝে তোমার মতো
আর তো কেহ নাই।
তোমার মতো যতন করে
কেউ না ভালোবাসে,
তুমি মাগো সারাজনম
থেকো আমার পাশে।
হাসলে তুমি ভুবন হাসে
হাসে নদীর কূল,
সেই ছন্দে শিউলি হাসে
হাসে বকুল ফুল।
মাগো তুমি চাঁদের আলো
আমার জগত মাঝে,
তোমার জন্য সাত রঙেতে
আমার জীবন সাজে।