শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

আকাশ

শীতল চট্টোপাধ্যায়,উত্তর ২৪ পরগণা ,পশ্চিমবঙ্গ

প্রকাশিত: ১৪:১৫, ৩১ মার্চ ২০২৪

আকাশ

ছবি- সংগৃহীত

আকাশ দেখে-দেখছে ভাবি
ঢেউ মনে হয় আকাশ স্থিরেও ,
আকাশে কেউ হাঁটে যদি
আকাশের শেষ পাবে কি সেও ?

আকাশটা নীল শামিয়ানায়
মানুষ এবং অন্য সবার ,
আকাশ কখন ঝড়ে দোলে
প্রশ্নতে নেই উত্তরও যার ।

ছোটোর থেকে বড় হওয়া
একই স্রোতে সবার বওয়া ,
কিন্তু আকাশ সাথি হয়ে
কই আর হলো কথা কওয়া ?

নীলেই-নীলের চোখ কি খোলে
ডাকলে আকাশ শুনতে পাবে ?
এসব প্রশ্নে আকাশ উত্তর
সত্যি কোথাও পাওয়া যাবে ?

আকাশ তলে প্রশ্ন হাঁটে
দিন পেরিয়ে রাতও কাটে ,
আমার উঠোন আকাশ আপন
আপন হয়ে আকাশ মাঠে ।

আকাশ বড় করল আমায়
নিজের বড় নিজেই থামায় ,
আমি বড়-বড় জামায়
আকাশ রইলো নিজের হামায় ।