ছবি- সংগৃহীত
দোলের রঙে রাঙিয়ে মুখ
আবির ওড়ার রঙিনে সুখ ,
চেনা মুখের মাখা রঙই
রঙিন করে দেয় সারা বুক ।
দোলের দিনে ওড়না টানে
লাগবে যে টান রাইও জানে ,
ইচ্ছে ঢাকে অনিচ্ছাতে
দোল কি সেদিন বাধা মানে ?
সবার দলে তুই ছিলি সেই
রঙ ভেজা ফ্রক তোর গায়েতেই ,
তুইও ভুলিস কী রঙ ফ্রকের
ঘোরো মনটা আর মনে নেই ।
দোলটা যদি নিছক দোলই
হোলি যদি শুধুই হোলি ,
আবির কেন বলল তবে -
ছুঁলাম হয়ে প্রেমের কলি !
কৃষ্ণ রঙ এই নীল রঙেতে
রাধা বর্ণ অবিরেতে ,
আজ কি রঙে ফিরে তারাই
আমরা হোলাম নতুনেতে ?
আমরা যখন দোলের প্রান্তে
তোর বাড়ি পথ এলো আনতে ,
রঙ ছাড়া তোর রঙে রেঙে
তোর যাওয়া মন চায়নি মানতে ।