ছবি- সংগৃহীত
মাঝে মধ্যে দুটো একটা ইচ্ছে হয় ; প্রকাশ করি?
মাঘী পূর্ণিমার চন্দ্রালোক আড়াল করা মেঘের চাদরের তলায় তোমায় নিয়ে লুকিয়ে পড়ি।
ইচ্ছে করে এই বসবাস ছেড়ে চলে যাবার আগে তোমায় আমার চুম্বন প্ল্যানচেটের মাধ্যম করি,
তিনটে পবিত্র চুম্বনে অপরিশোধ্য ঋণে আছে তিন নারী।
প্রথম চুম্বন:
আমার জন্মের পর আমাকে পরিষ্কার করে মায়ের কোলে ফেরাবার পর বিজয়িনী মায়ের প্রথম চুম্বন ।
দ্বিতীয় চুম্বন :
সরস্বতী পুজোর রাতে ম্যারাপের পিছনে নিয়ে গিয়ে
নীরাদির চুম্বন... পেয়েছিলাম বড়ো হবার আস্বাদ।।
তৃতীয় চুম্বন:
আমার পৌত্রীর দুধগন্ধ মুখে, তার কচি দুটি নরম হাতে ধরা আমার চিবুকে দেওয়া চুম্বন; বড়ো সাধ।।
বড়ো সাধ ফিরিয়ে দিয়ে তিন চুম্বন, হই সন্ন্যাসী,
এতটুকু ভুলচুকে মাধ্যমের হতে পারে চরম ক্ষতি; পড়তে পারে ভালোবাসায় পূর্ণচ্ছেদ যতি।
প্ল্যানচেটের মাধ্যমকে বড়ো উদার হতে হয়,
হতে হয় অসমসাহসী, কিছুই দেবো না তোমায়,
একবুক ভালবাসা নিয়ে শুধু বলবো "ভালোবাসি "।
যদি রাজী থাকো... জানিয়ো আমায়;
হয়তো জানো না তুমি, আমি কিন্তু জানি...
আমার কমে আসছে সময়।