ছবি- সংগৃহীত
কী প্রচণ্ড বিভীষিকা এ ধরা তলে
ধূলিময় পর্নো শ্বাসরুদ্ধ জীবন
এলোমেলো অলিগলির পথ
স্বস্তির নিঃশ্বাস ফেলা মানা ।
অবিরাম ধেয়ে আসা স্বাদবদলে
সঙ্কটে হৃৎপিণ্ডের ওঠানামা
এক টুকরো আধারে ফিরুক জীবন
পথ পার্শ্বের প্রাণ প্রতিষ্ঠায় ।
শত সহস্র ধূলিকণা মিশুক ধরা তলে
ধুয়ে যাক সব গ্লানি প্রবল বর্ষণে
চক্ষু প্রশান্ত হোক হরিৎ বর্ণে
রুগ্নতা মুছে বন্ধনে ফিরুক প্রতি মুহূর্তের প্রাণ ।