ছবি- সংগৃহীত
পথের পাশে পলাশের জীবন পথ বসন্ত ছুঁলেই
পলাশের বহমানতা রাঙা রঙে ।
ফাগুনের সকাল সাজাতে
ফুল হয় পলাশ কুঁড়ি ,
রাতের ঝরা পলাশ শুয়ে থাকে
ঘাসবিছানায় ।
পলাশের আগুন ঠোঁটে
ঠোঁট ডোবায় কোকিল ,
বাতাস এসে বসন্তের বাতাস হয়
এখান থেকেই ।
একলা দু'জন , পথ আর পলাশ ছাড়া কেউ নেই এখানে ।
একটু বেলায় স্কুলে যাওয়া কিশোরীর কানে কী যেন বলতে দুল হবে পলাশ ,
তারপরই তার বইয়ের পাতায় আনমনা মন, খাতার পাতায়
কী যেন লিখতে চাওয়ার মন ।
হাতে কলম , চোখে সহপাঠীর কেউ একজন !
বেশ হয় , এখুনি যদি দেখা হয় ওই পলাশ তলায় !
ছোটবেলা থেকে চোখের দেখা , তবু
দেখার প্রতীক্ষা জাগালো
পলাশ এখন ।