বৃষ্টির পরে রংধনুটা
ছবি- সংগৃহীত বৃষ্টির পরে রংধনুটা জাগছে আকাশ পানে পাড়ার সব ছেলেরা সুর ধরেছে গানে চেয়ে দেখ পূব আকাশে ভাসছে সাতটি রঙে নীল আকাশে ওড়াই ঘুড়ি এই আমাদের বঙে রংধনুর সাতটা রঙ ফুটে রঙের বাহার সবাই আমরা আশায় আছি রংধনুটা দেখার। Share