শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

অপ্রকাশ্য অভিমান

গোলাম কবির

প্রকাশিত: ২০:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

অপ্রকাশ্য অভিমান

ছবি- সংগৃহীত

 বুকের গহীনে থাকা পদ্মপুকুরে
 উড়ে বেড়ায় বেদনার গাঙচিল,
 টুপ করে ডুব দিয়ে ভুস করে
 ভেসে ওঠে যখন তখন
 বিষন্নতার মাছরাঙা !

 যতোই আমি লুকিয়ে রাখতে চাই
 গাঙচিলেরা শোনে না কথা,
 মাছরাঙা ঠোঁটের আগায়
 নিয়ে যেতে চায় আমার যতো
 অপ্রকাশ্য অভিমানের গাঢ় নীল কষ্ট
 কিন্তু ব্যর্থ হয়েছে বারবারই।

 একবার আমি ওদের বললাম,
 কেনো মিছেমিছি এভাবে
 উড়ে উড়ে আমাকে কাঁদাও,
 তারচেয়ে এসো আমরা নাহয়
 ঐ পদ্মপুকুরেই ডুবে মরি!

 একথা বলতেই ওরা সবাই
 আমাকে একা রেখে চলে গেছে!

 সেই থেকেই অপ্রকাশ্য অভিমানের  
 গাঢ় অন্ধকারে আমি ডুবে যাচ্ছি,
 ডুবে যাচ্ছি, ডুবেই যাচ্ছি!