ছবি- সংগৃহীত
আমাদের স্কুল যেন এক প্রজাপতি
পড়াখেলার সাথে মোরা সারাদিন মাতি
আমাদের স্কুল যেন এক প্রজাপতি।
দেয়ালে দেয়ালে আছে নানা ছবি
সাথে আছে নজরুল, জসীম আর রবী
হৈচৈ সারা বেলা খেলায় মাতি
আমাদের স্কুল যেন এক প্রজাপতি।
আকাশের রংধনু আছে স্কুল ঘরে
স্বর বর্ণ,ব্যঞ্জন বর্ণ আছে ক্লাস জুড়ে
এইসব দেখে শিশু শিখে হেসে আর খেলে
আমাদের স্কুল যেন এক প্রজাপতি
পড়ালেখার সাথে মোরা সারাদিন মাতি।
সকালেতে বাগানে ফুটে নানা ফুল
প্রজাপতি উড়ে এসে করে গুনগুন
এইসব দেখে দেখে কাটে সারাদিন
আমাদের স্কুল যেন এক প্রজাপতি
পড়ালেখার সাথে মোরা সারাদিন মাতি।