শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

নাগচাঁপা

রীতা আক্তার

প্রকাশিত: ১৭:৩৪, ২১ এপ্রিল ২০২২

নাগচাঁপা

নাগচাঁপা

রাতের মায়ায় শহর ঘুমায়,
চাঁদের আরশিতে রাখি চোখ,
নিস্তব্ধ রাতে নাগচাঁপা
একলা কথা কয়।

ছবিটি তুলেছেন ঢাকা থেকে রীতা আক্তার