রাশিদা সুলতানা ইতির তোলা ছবি
চায়ের কাপে সন্ধ্যা নামায়
চুড়ির রিনিঝিনি শব্দে মন উড়ে যায়
বইয়ের পাতায়।
উবে যাওয়া মন চায়ের কাপে ঠোঁট বুলায়।
আঁধার পেরিয়ে যায়
মন পড়ে রয় বইয়ের ভাঁজে ভাঁজে।
সুন্দর এই ছবিটি তুলেছেন - রাশিদা সুলতানা ইতি।