শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

সন্ধ্যে নামে ব্যস্ত শহরে

রীতা আক্তার

প্রকাশিত: ০৯:১২, ৩ অক্টোবর ২০২২

আপডেট: ০৯:০৫, ৫ অক্টোবর ২০২২

সন্ধ্যে নামে ব্যস্ত শহরে

নাজমুন নাহার বিথীর তোলা একটি ছবি

সন্ধ্যে নামে ব্যস্ত শহরে
মেঘলা মেয়ে অভিমানে
ঝরায় বৃষ্টি।
এমন বৃষ্টি দিনে ইচ্ছে করে
গরম ধোঁয়া উঠা কফির কাপে ঠোঁট ভেজাতে।
ব্যস্ত শহরে সময় চলে যায়,
পিছনে ফিরে তাকাবার ব্যস্ততা নেই কারো
শুধু আছে সামনে চলা।
আমি শুধু উপভোগ করতে চাই
সন্ধ্যের এই বৃষ্টি বিলাস
আর....
এক কাপ গরম কফির উষ্ণতা।


চমৎকার এই ছবিটি তুলে পাঠিয়েছেন ঢাকা, বাংলাদেশ থেকে নাজমুন নাহার বিথী।