শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

রোদ্দুর এলো বলে রিকশার হুড খোলা

রীতা আক্তার

প্রকাশিত: ২২:০২, ২৫ জুন ২০২২

রোদ্দুর এলো বলে রিকশার হুড খোলা

ছবিটি তুলেছেন বায়েজীদ মাহীন নিরব

রোদ্দুর এলো বলে রিকশার হুড খোলা।
লাল দালানের কোল ঘেঁসে
নীল আকাশের স্বপ্ন বোনা।
ঝুল বারান্দার দিকে তাকিয়ে আছি
অবাধ সব স্বপ্ন নিয়ে।

ছবিটি তুলেছেন ঢাকা, বাংলাদেশ থেকে
বায়েজীদ মাহীন নিরব।