রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৩ ১৪৩১

সেরা পুস্তক ও কবিতা সম্মাননা ২০২৩

রীতা আক্তার

প্রকাশিত: ২০:১৭, ২৭ মে ২০২৩

সেরা পুস্তক ও কবিতা সম্মাননা ২০২৩

ইন্টারন্যাশনাল নজরুল পয়েট্রি ফেসটিভাল

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম তিথী। এ দিবসকে সামনে রেখে ২৫/৫/২০২৩ আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় কবিতা মঞ্চ আয়োজন করা হয়েছিলো " ইন্টারন্যাশনাল নজরুল পয়েট্রি ফেসটিভাল"।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো - কবিতা হোক অধিকার আদায়ের শ্লোগান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল সিদ্দিকুর রহমান।বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি।

কবি রীতা আক্তারকে "সেরা পুস্তক ২০২৩ সম্মাননা" প্রদান করা হয়।

দেশের বিভিন্ন অঞ্চল সহ ভারত এবং বিদেশ থেকে কবি সাহিত্যিকগন এ আয়োজনে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্বরণ করে কবি ও লেখকগন নজরুলের কবিতা সহ স্বরচিত কবিতা পাঠ করেন। কবিতা গান ও আলোচনায় মুখরিত ছিলো অনুষ্ঠানটি।

এ আয়োজনে কবি লেখকদের স্বরচিত কবিতা এবং কবিতা গ্রন্হকে মোননীত করে সম্মননা প্রদান করা হয়।

২০২৩ এ বিবেক মিডিয়া এন্ড পাবলিকেশন থেকে প্রকাশিত হয় রীতা আক্তারের  কবিতা গ্রন্হ " নিমগ্ন ভেজা চোখ "। গ্রন্হটি জাতীয় কবিতা মঞ্চ হতে সেরা পুস্তক ২০২৩ মোননীত হওয়ায় কবি রীতা আক্তারকে "সেরা পুস্তক ২০২৩ সম্মাননা" প্রদান করা হয়।