ইন্টারন্যাশনাল নজরুল পয়েট্রি ফেসটিভাল
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম তিথী। এ দিবসকে সামনে রেখে ২৫/৫/২০২৩ আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় কবিতা মঞ্চ আয়োজন করা হয়েছিলো " ইন্টারন্যাশনাল নজরুল পয়েট্রি ফেসটিভাল"।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো - কবিতা হোক অধিকার আদায়ের শ্লোগান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল সিদ্দিকুর রহমান।বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি।
দেশের বিভিন্ন অঞ্চল সহ ভারত এবং বিদেশ থেকে কবি সাহিত্যিকগন এ আয়োজনে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্বরণ করে কবি ও লেখকগন নজরুলের কবিতা সহ স্বরচিত কবিতা পাঠ করেন। কবিতা গান ও আলোচনায় মুখরিত ছিলো অনুষ্ঠানটি।
এ আয়োজনে কবি লেখকদের স্বরচিত কবিতা এবং কবিতা গ্রন্হকে মোননীত করে সম্মননা প্রদান করা হয়।
২০২৩ এ বিবেক মিডিয়া এন্ড পাবলিকেশন থেকে প্রকাশিত হয় রীতা আক্তারের কবিতা গ্রন্হ " নিমগ্ন ভেজা চোখ "। গ্রন্হটি জাতীয় কবিতা মঞ্চ হতে সেরা পুস্তক ২০২৩ মোননীত হওয়ায় কবি রীতা আক্তারকে "সেরা পুস্তক ২০২৩ সম্মাননা" প্রদান করা হয়।