শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

বিবেকবার্তার আজকের অতিথি শীতল চট্টোপাধ্যায়

রীতা আক্তার

প্রকাশিত: ১২:১২, ১৩ অক্টোবর ২০২২

বিবেকবার্তার আজকের অতিথি শীতল চট্টোপাধ্যায়

শীতল চট্টোপাধ্যায়

কেমন আছেন?   
নানান বর্তমান অনাকাঙ্খিত পরিস্থিতিকে না মানতে পেরেও , নিজেকে সামলে রেখে , সুস্থ থাকতে চেষ্টা করি ৷

আপনার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি?
গ্রামের ছেলে ৷ শহরে একদিন কাজ করতে এসেছিলাম , থেকে যেতে হয়েছে ভাতের জন্য ৷ সংসার হয়েছে ৷ টাকা - পয়সায় নিজের তিনজনের সংসার চলে যায় ৷ বেশি চাওয়ার অশান্তিতে ভুগি না ৷


আপনি কেনো এই লেখালেখিতে এলেন এবং কিভাবে?
রেডিওর পত্র সাহিত্যে আমি বিশেষ ভাবে অনুপ্রাণিত হয়েছিলাম , লিখেছিলাম , প্রচাররিত হয়েছিল , তারপর থেকে আজও লিখছি আকাশবাণীর প্রাত্যহিকী বিভাগে ( ২৮ বছর ) ৷ লেখার মধ্যে দিয়ে নিজেকে বিকশিত করা তখন থেকেই বুঝেছিলাম নিজে -নিজেই
এই সাহিত্য অঙ্গনে বিচরণ আমার।

সাহিত্য অঙ্গনে আপনার এই বিচরণ কত সাল থেকে?
স্কুল জীবনে দেওয়াল পত্রিকায় একবার লিখেছিলাম , তারপর বিচ্ছিন্ন ৷ ১৯৯৪ সাল থেকে নতুন ক'রে লেখালেখি শুরু ৷ কলমকে নতুন করে একান্ত আপন  করে নেয়া ৷

আপনি মূলতঃ কি লিখেন? গল্প কবিতা না-কি অন্য কিছু? আপনার প্রকাশিত কোনো বই আছে কি? থাকলে বইয়ের নাম ?
বড়োদের কবিতা ,গল্প , ছোটদের জন্য ছড়া ,গল্প এবং প্রবন্ধ , লিমেরিক , হাইকু ইত্যাদি ৷ না , বই করা সম্ভব হয়ে ওঠেনি , পাবলিশার্স কেউ চাইলে হয়তো তা সম্ভব হতো ৷

আপনার লেখালেখির মূল বিষয় কি?
মূল বিষয় বলে একটা কিছু নয় , যখন যে -টা মনে হয় বা - যে লেখার আমন্ত্রন পাই তখন সেটাই লিখি ৷

লেখালেখির জন্য আপনি এপর্যন্ত কোনো সম্মাণনা বা এওয়ার্ড পেয়েছেন কি? লেখালেখির কারণে আপনি এপর্যন্ত দেশের বাইরে কোথাও গিয়েছেন কি?
সম্মাননা হাতছানি , বিহানবেলা , অশনি সংকেত , শব্দ সেনা , বঙ্গ সাহিত্য পত্রিকা , মনিমালার দেশ , সেরা পত্রকার ( ২বার ) আকাশবাণী কলকাতা ৷ গ্রামীন কবি - সাহিত্যিক সম্মেলন ( শান্তিনিকেতন ) ,
অক্ষর প্রয়াস , খোলা চিঠি , মাটির কবি ( শান্তিনিকেতন ) স্বরান্তর , সহজ কথা , চারুকন্ঠ , চিহ্ন নিয়ে ছিন্ন ঘাট (২৫.৯.২০২২) প্রভৃতি ৷ দেশের বাইরে যাওয়া হয়নি ৷

লেখালেখির পাশাপাশি আপনি কি করেন বা পেশা কি আপনার?
মূলতঃ ব্যাবসায়িক প্রতিষ্ঠানের খাতা পত্র লেখা ৷ এখন বয়সের ভারে বন্ধ প্রায় ৷

বিবেকবার্তার পাঠকদের উ্দেশ্যে কিছু বলেন?
বিবেক বার্তার পাঠকদের উদ্দেশ্যে বলি - এমন একটি বাংলা মাধ্যম কাগজ এবং সর্বপোরি জাপান থেকে প্রকাশিত , অতি উচ্চমান সম্মত পৃথিবীর নানা অজানা খবর - জানতে পারা যায় বিবেক বার্তায় ৷ এবং কাগজটি সুবিবেক সম্পন্ন নিঃসন্দেহে ৷সকল পাঠক বিবেক বার্তায় চোখ রাখুন , মন জুড়ুন ৷

আপনি লেখার ক্ষেত্রে কি কোন নিদৃষ্ট সময় মেনে চলেন?
বাড়িতে লেখা- লিখি  নিয়েই থাকি ৷ সময় নষ্ট না করে , লেখার কাজেই লাগাতে চাই চলমান সময়কে ৷

বারের বই মেলায় কি আপনার কোন বই বের হবে?
না , বইমেলায় বই বের হচ্ছেনা ৷

লেখা নিয়ে সামনে কোন বিশেষ পরিকল্পনা আছে কী?
ছোটদের উপন্যাস ভাবনায় আছে ৷

ব্যক্তি জীবন আর লেখক জীবন কি আপনি আলাদা ভাবে চিন্তা করেন?
অবশ্যই ৷ ব্যক্তি জীবন নিজের বাঁচা , পরিবারে একাত্ম হওয়া , দায়িত্ব - কর্তব্য প্রভৃতি , লেখাতেও থাকে আরও বেশি দায়িত্ব , সচেতনাতা এবং না -চাওয়ায় লেখা ভাবনার সঙ্গে হারিয়ে যাওয়া ৷

এমন কি কোন বই আছে, যার কাছে বারবার ফিরে যান?
বার -বার ফিরে যাওয়ার মতো কোনো বইয়ে আকর্ষিত নই ৷

বিবেকবার্তাকে সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপানাদের আমাকে নিয়ে জানতে চাওয়ার জন্য - আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা , বিবেক বার্তায় রইল আমার ঋণ ৷