শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

বিবেকবার্তার নতুন সাইটের যাত্রা শুরু ১লা বৈশাখ থেকে

পি আর প্ল্যাসিড

প্রকাশিত: ২৩:৩১, ১৪ এপ্রিল ২০২২

আপডেট: ০৯:৪২, ১৫ এপ্রিল ২০২২

বিবেকবার্তার নতুন সাইটের যাত্রা শুরু ১লা বৈশাখ থেকে

পি আর প্ল্যাসিড

বিবেকবার্তার সকল লেখক, পাঠক, শুভাকাঙ্খী ও বিজ্ঞাপনদাতাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা।
 
জাপানের প্রথম অনলাইন বাংলা নিউজ পোর্টাল খ্যাত বিবেকবার্তা নিয়ে আমাদের নতুন ভাবনার বাস্তবায়নে যাত্রা শুরু। এখন থেকে এটি সাহিত্য ভিত্তিক লেখায় ভরপুর রাখার চেষ্টা করা হবে। সাথে থাকবে চব্বিশ ঘন্টার নিউজ। যদিও এটি আগের মতো কোনো নিউজ সাইট নয় তারপরেও বলতে পারি বিবেকবার্তায় এসে আপনি যে কোনো লেখা পড়লে আপনার কাছে নতুন মনে হবে। পড়ে পাবেন আনন্দও। তাই বিবেকবার্তা ভিজিট করুন আপনার অবসরে, প্রয়োজনে চলার পথে। চলার পথে মোবাইলে বিবেকবার্তা পড়ে যাত্রাকালের সময়কে করুন আনন্দময়।
 
বিবেকবার্তা এখন থেকে জাপান - বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের লেখকের লেখা প্রকাশিত করা  হবে। বিবেকবার্তার সাথে থাকুন। বিবেকবার্তা পড়ুন, বিবেকবার্তায় লিখুন। বিবেকবার্তায় বিজ্ঞাপন দিন। বিবেকবার্তা হোক আপনার ভালোবাসার সাইট।
 
সম্পাদক
বিবেকবার্তা