ছবি- সংগৃহীত
জাপানের কানাগাওয়া প্রিফেকচারে বসবাসরত বাংলাদেশীদের উদ্যোগে সাগামিহারা শহরের তাকাতাবাশি নদীর তীরে পাহাড়ের পাদদেশে গত ২৭ আগস্ট, রবিবার সারাদিন ব্যাপী আয়োজন করা হয় বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৩।
ফেস্টভ্যাল পরিচালানার দ্বায়িত্বে ছিলেন ব্যবসায়ী ইলিয়াস মুন্সি, যার মূল উদ্যোক্তা জাপানে দীর্ঘদিন ধরে বসবাসরত সংস্কৃতিমনা এবং বিশিষ্ট ফটো সাংবাদিক শহীদুল হক।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেস্টিভ্যাল উপলক্ষে ছিল নানা ধরনের কর্মসূচি। ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের বিনোদন দেবার জন্য জাপানে বসবাসকারী বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি ও উত্তরণ এর সদস্যরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। সঞ্চালনায় ছিলেন নিয়াজ আহমেদ জুয়েল।
ফেস্টিভ্যালে নানা ধরনের বাংলাদেশী চা, খাবার, পোশাক এবং জাপান প্রবাসী লেখক পি আর প্ল্যাসিড এর লেখা বই বিক্রি করা হয়। ফেস্টিভ্যাল পরিচালায় ছিলেন জয়নাল আবেদিন বাবু, ফরহাদ হোসেন টিটু, ইয়াজিমা দিলু, এম ডি আফতাব উদ্দিন, কামরুল হাসান পল, সিরাজুল কাদের সহ অনেকের আন্তরিকতায় সফল করা হয় জাপানের এই ফেস্টিভ্যাল। উল্লেখ্য এবার ছিল এটা দ্বিতীয়বারের মতো ফেস্টিভ্যাল উদযাপন।