শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, কার্তিক ৩ ১৪৩১

টোকিওতে কুমিল্লা সোসাইটি আয়োজন করেছিল মিলন মেলার

বিবেকবার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১, ২ আগস্ট ২০২৩

টোকিওতে কুমিল্লা সোসাইটি আয়োজন করেছিল মিলন মেলার

টোকিওতে কুমিল্লা সোসাইটি আয়োজনে মিলন মেলা

জাপান প্রবাসী বাংলাদেশীদের মধ্যে রয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় ও আঞ্চলিক সংগঠন। প্রতিটি সংগঠন প্রবাসে শত ব্যস্ততার মধ্যে তাদের সদস্যদের কিছুটা সময় বের করে হলেও আনন্দ দেবার জন্য নানা সময় নানা ধরনের কর্মসূচি দিয়ে থাকে। তেমনিভাবে গত ২৩ জুলাই ২০২৩, রবিবার, কুমিল্লা সোসাইটি, জাপান, টোকিওর আদাচি ওয়ার্ডে অবস্থিত তোনেরিমন পার্কে আয়োজন করেছিল মিলন মেলার।

সকাল থেকে রোদ এবং প্রচন্ড তাপের মধ্যেও জাপানের দূর দূরান্তে বসবাস করা নানা পেশা ও নানা বয়সের নারী পুরুষের সমাগম ঘটতে থাকে। আয়োজন চলে সন্ধ্যা পর্যন্ত।

টোকিওতে কুমিল্লা সোসাইটি আয়োজন করেছিল মিলন মেলার

কুমিল্লা সোসাইটি, জাপান এর সভাপতি মোঃ শিপার রহমান শুরু থেকে শেষ পর্যন্ত আগতঃ অতিথিদের আপ্যায়ন করার পাশাপাশি সকলের খোঁজ খবর নিয়ে আয়োজনকে সুন্দর ও সফল করায় ব্যস্ত ছিলেন।

আয়োজিত এই মিলন মেলায় চারশ'র অধিক বাংলাদেশীর অংশগ্রহণ লক্ষ করা যায়। দুপুরে ভোজন শেষে অংশগ্রহণকারীদের আনন্দ দেবার জন্য ছিল নানা ব্যবস্থা।

সম্পাদনাঃ রীতা আক্তার।