শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

সদ্য প্রয়াত খন্দকার আসলাম হীরা-র আত্মার শান্তি কামনা করছি

পি আর প্ল্যাসিড , জাপান

প্রকাশিত: ১০:৫৫, ১২ জুন ২০২৩

সদ্য প্রয়াত খন্দকার আসলাম হীরা-র আত্মার শান্তি কামনা করছি

খন্দকার আসলাম হীরা

খন্দকার আসলাম হীরা,অনেকদিন ধরে বেশ অসুস্থ ছিলেন। অসুস্থ হীরা (ভাই) চিকিৎসাধীন থাকা কালে গতরাত (জাপান সময় রাত ২ঃ২০ মিনিটের) হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাপানে বাংলাদেশী কমিউনিটিতে তিনি ছিলেন অতি পরিচিত মুখ। এক কথায় জাপানে সকল সামাজিক কর্মকান্ডে ছিলো তার সরব অংশগ্রহণ। দেশে তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। জাপান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন অনেক কাল ধরে।

আমরা সদ্য প্রয়াত খন্দকার আসলাম হীরা-র আত্মার শান্তি কামনা করছি। আমেন।