শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

নাকামার বছর শেষের পার্টি অনুষ্ঠিত

বিবেকবার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ১১ ডিসেম্বর ২০২৩

নাকামার বছর শেষের পার্টি অনুষ্ঠিত

ছবি- সংগৃহীত

গত ২ ডিসেম্বর ২০২৩, শনিবার, টোকিওর শিনজকু খাবুকি চো-তে বছর শেষের পার্টি বুনেনকাই অনুষ্ঠিত হয়। পার্টির আয়োজন করে টোকিওতে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন নাকামা টোকিও।

বছর শেষের উক্ত আয়োজনে টোকিওতে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। এদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী বাদল চাকলাদার, সুখেন ব্রহ্ম, মাসুদুর রহমান, শরাফুল ইসলাম উল্লেখযোগ্য।উপস্থিতদের আনন্দ দেবার জন্য সঙ্গীত পরিবেশন করেন খন্দকার রতন, তানভীর আহমেদ, বাদল রানা, তুহিন টেন্ডুলকার, নাজীম উদ্দিন, বিবেকবার্তা সম্পাদক পি আর প্ল্যাসিড প্রমুখ।

আয়োজকরা হলেন নাজমুল হোসাইন রতন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, রেজাউল কারিম বাপ্পি, বিপ্লব মাল্লিক, আনোয়ার মিলন, গাজী আক্তার, তফসির তুহিন, খুরশীদ গাজী, শরিফুল বাবু ও বিমান পোদ্দার। এদের সকলেই হলেন নাকামা টোকিওর সদস্য।

সংবাদ সম্পাদনায়- রীতা আক্তার