শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

টোকিওতে খন্দকার আসলাম হীরার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মিথুন রিবেরু

প্রকাশিত: ১৩:৪৬, ১৭ নভেম্বর ২০২৩

টোকিওতে খন্দকার আসলাম হীরার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ছবি- সংগৃহীত

সম্প্রতি টোকিওর পরিচিত মুখ, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খন্দকার আসলাম হীরার স্মরণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভার আয়োজন করে স্বরলিপি কালচারাল একাডেমি, জাপান।

গত ১২ নভেম্বর ২০২৩ রবিবার টোকিওর ওজি শহরে অবস্থিত হোক্তোপিয়া হলে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন একাডেমির প্রিন্সিপাল নাসিরুল হাকিম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা মুন্সী কে আজাদ এবং প্রয়াতর স্ত্রী তমকো খন্দকার।

আলোচনা সভায় প্রয়াত খন্দকার আসলাম হীরাকে নিয়ে স্মৃতিচারণা করেন শেখ আলীম উজ্জামান, বাদল চাকলাদার, রেনু আজাদ, আসগর সানী, বিমান কুমার পোদ্দার, শাম্মী বাবলী, শরাফুল ইসলাম, কাজী ইনসানুল হক, পি আর প্ল্যাসিড,  রওনক জাহান, জাকির হোসেন জোয়ারদার, শাহীন চৌধুরী প্রমুখ।

সভা পরিচালনা করেন শেখ মোহাম্মদ রানা  ওরফে ছোট বাদল। সভার শুরুতে প্রয়াত খন্দকার আসলাম হীরার জীবদ্দশায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সব শেষে প্রয়াতর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


সম্পাদনা-
রীতা আক্তার