শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

তামাগাওয়া নদীর তীরে জাপান প্রবাসী বাংলাদেশীদের আনন্দ আয়োজন

বিবেকবার্তা ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২ অক্টোবর ২০২৩

আপডেট: ১২:৪২, ২ অক্টোবর ২০২৩

তামাগাওয়া নদীর তীরে জাপান প্রবাসী বাংলাদেশীদের আনন্দ আয়োজন

ছবি- সংগৃহীত

১ অক্টোবর ২০২৩ (রবিবার) টোকিওর ওতা ওয়ার্ডস্থ তামাগাওয়া নদীর তীরে আয়োজন করা হয় জাপানে বসবাসকারী বাংলাদেশীদের ভিন্নধর্মী এক আয়োজন বা মিলন মেলা।

এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ঢাকাইয়া শাহ্-খ্যাত দুই বন্ধু হোসেন শাহ্ (শাহ্ হোসেন) এবং শামীম আহমেদ। তাদের সার্বিক সহযোগিতা করেন দু’জনের স্ত্রী।

এ আয়োজনে দল-মত নির্বিশেষে টোকিও ও এর আশেপাশের প্রিফেকচারগুলোয় বসবাসরত বিভিন্ন পেশার প্রায় দুইশ’ বাংলাদেশী উপস্থিত ছিলেন।

জাপানের মতো কর্মব্যস্ত দেশে দিনব্যাপী আনন্দ-উল্লাসের সাথে একটি স্বপ্নময় দিন কাটানোর পর সবাই যার যার নিবাসে ফিরে যান। দুপুরে উপস্থিত সবার মাঝে ঢাকাইয়া স্টাইলে বিভিন্ন বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।