মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৬ ১৪৩১

রঙ তুলিতে প্রহরের সময় কেটে যায়

রীতা আক্তার

প্রকাশিত: ১২:১৩, ১৭ এপ্রিল ২০২২

রঙ তুলিতে প্রহরের সময় কেটে যায়

প্রহরের আঁকা ছবি

ছবিটি এঁকেছে আমাদের ছোট্ট বন্ধু শুকরিয়া ইবাদত প্রহর।৫ বছর বয়সী প্রহর ছবি আঁকায় পটু ।

নৌ পরিবার শিশু নিকেতন স্কুলের কেজি শ্রেণীর ছাত্রী প্রহর। সাদা ক্যানভাস জুড়ে তুলির আঁচড়ে এঁকে যায় নানা রকম ছবি।