সাইহান সাদিদের আঁকা ছবি
ছবিটি এঁকেছে আমাদের ছোট্ট বন্ধু সাইহান সাদিদ ।৮ বছর বয়সী সাইহান সাদিদ ছবি আঁকায় পটু। বি এন কলেজ ঢাকা এর ২য় শ্রেণির ছাত্র সাদিদ । সাদা ক্যানভাস জুড়ে তুলির আঁচড়ে এঁকে যায় নানা রকম ছবি।
বিভিন্ন বিষয়ের উপর তার আঁকা ছবি পুরস্কার পেয়েছে।