শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

মুনতাসিম মোস্তফা’র আঁকা ছবি

রীতা আক্তার

প্রকাশিত: ১০:৫২, ২৮ মার্চ ২০২৩

মুনতাসিম মোস্তফা’র আঁকা ছবি

মুনতাসিম মোস্তফা’র আঁকা ছবি

এই নীল দিগন্তে মিশে গেছে অবারিত সবুজের মাঠ।কৃষকের হাসি সে মাঠের কচি ধান ক্ষেতে মিশে আছে। পাখির কলতান আর মৃদুমন্দ বাতাসে উদাস করে ঘন রোদ্দুর। ছোট্ট গাঁয়ে কতই না আনন্দ মিশে আছে।

মুনতাসিম মোস্তফা

চমৎকার এই ছবিটি এঁকেছে মুনতাসিম মোস্তফা।অবসর সময় কাটে বাগানের পরিচর্যা ও ছবি এঁকে। বি এন স্কুল ও কলেজ ঢাকা'য় তৃতীয় শ্রেণীতে পড়াশুনা করছে মুনতাসিম মোস্তফা।