আদিল আহনাফ জারিফের আঁকা ছবি
ছোট্ট একটি গ্রাম।গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে নদী।মৃদু ঢেউ খেলে সে ছুঠে চলে দূর বহু দূর।গাছগাছালিতে ভরা সবুজের সমারহে ছড়িয়ে পড়েছে পুরো গ্রাম জুড়ে।
বি এন স্কুল ঢাকা"য় অধ্যয়নরত তৃতীয় শ্রেণির ছাত্র আদিল আহনাফ জারিফ।অবসরে ছবি আঁকতে পছন্দ করে জারিফ সে।