শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

গাছ লাগাই পৃথিবী বাঁচাই

রীতা আক্তার

প্রকাশিত: ১০:৩৩, ৮ ডিসেম্বর ২০২২

আপডেট: ১০:৩৫, ৮ ডিসেম্বর ২০২২

গাছ লাগাই পৃথিবী বাঁচাই

রাহিব সিদ্দিকের আঁকা ছবি

পৃথিবী আজ বৈরী আবহাওয়ায় বিরাজমান।প্রতিনিয়ত গাছ কাটার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। জন জীবন হয়ে পড়েছে অতিষ্ট। পাখির ডাক আর আগের মতো শোনা যায় না। ঝিরিঝিরি বাতাসে শীতল হয় না শরীর। 

বি এন কলেজের ৪র্থ শ্রেণীর ছাত্র রাহিব সিদ্দিক তার আঁক ছবিতে ফুটিয়ে তুলেছে বর্তমান পৃথিবীর রূপ। গাছ লাগাই পৃথিবী বাঁচাই
 
 
     রাহিব সিদ্দিক