শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

নিভলো সকল আলো

তাসনিম আক্তার নাজিফা

প্রকাশিত: ১১:০৫, ৬ আগস্ট ২০২২

নিভলো সকল আলো

তাসনিম আক্তার নাজিফা

গাছে গাছে টুনটুনি,দোয়েলের শিস
প্রজাপতি কানে কানে করে ফিসফিস।

উত্তাল মার্চে অগমন তাঁর,
ফুলে ফুলে ভরে উঠে মায়ের সংসার।

দুর করে সব ভয় রাত্রির কালো,
আঁধারেতে জ্বালালো কে উজ্বল আলো?

চারিদিকে আনন্দ এত উৎসব,
হইচই কোলাহল আর কলোরব।

আগস্টের পনেরোতে ফুরালো যখন রাত,
দূর আকাশে গনগনে সূর্য হলো কাত।

চাঁদ তারা পড়লো খসে,
শোকের ছায়া কালো,
বাংলাদেশের আকাশ থেকে নিভলো সকল আলো।