অচেনা সময়ের কাব্য
এই অচেনা সময়ে মানুষের মনের চেনারূপের গভীরে গিয়ে মানবিকতার অন্বেষণের চেষ্টা করা হয়েছে তরুণ কবি অমিতাভ সরকারের কাব্যগ্রন্থ 'অচেনা সময়ের কাব্য'-এ।চৌষট্টি পাতার এই কাব্যগ্রন্থে বর্তমান সময়ের লোক দেখানো মুখোশের আড়ালে মানবমনের সহজাত দ্বন্দ্ব, কষ্ট,জীবিকার জন্যে লড়াই,অস্তিত্বরক্ষার সংগ্রাম,প্রেমবিরহ প্রভৃতির পাশাপাশি প্রকৃতির সবুজের মাঝে মাটির টানে পথ চলার অমোঘ আহ্বান ঘোষিত হয়েছে 'ভাইরাস','মাটির টানে','পৃথিবীর অপেক্ষা','জরা','এপার-ওপার' প্রভৃতি তিপ্পান্নটি কবিতায় যেখানে 'মনের চোরাকুঠুরির তালা খুলে গেছে হঠাৎই।কেউ কি তালাটা আর লাগাবে?' সমগ্র কাব্যগ্রন্থ জুড়ে মানবমনের চেনা-অচেনারূপের খোঁজ চলেছে,যা আমাদের মনেও চলতে থাকে অবিরতভাবে।বইটি প্রকাশ হয়েছে ওরিয়েন্ট বুক কোম্পানি, ৯ শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা -৭০০০৭৩ থেকে। । প্রচ্ছদ এঁকেছেন শ্রী শঙ্খজিত জানা।মূল্য একশো টাকা।