উজ্জ্বল সূর্য
জাপানি লেখক কাজু আজুমার পুস্তক উজ্জ্বল সূর্য। বইটি সুবর্ণরেখা, পশ্চিম বাংলা, কোলকাতা থেকে ১৯৯৬ সনে প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ-অঙ্গসজ্জা করেছেন নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায়। প্রচ্ছদের উপর বড় অক্ষরে শুধু বইয়ের নাম রয়েছে, তাছাড়া অন্য আর কোনো ছবি ব্যবহার করা হয়নি।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা ছোট আকারের বইয়ে রয়েছে পা’চটি অধ্যায় এবং বেশকিছু ছবি।
বইয়ের গায়ে মূল্য লেখা রয়েছে, ৫০ টাকা। এর পৃষ্ঠা সংখ্যা ৮০ অর্থাত ৫ ফর্মা।
বইটির উৎসর্গে কারো নাম নেই।
লেখক পরিচিতিঃ
কাজু আজুমা, জন্ম ১৯৩১ সনের ১৪ আগস্ট টোকিয়ো-তে।
তিনি জার্মান ভাষা ও সাহিত্য, জাপানী ভাষা ও সাহিত্য, ভারতীয় দর্শন বিষয়ে এম এ করেছেন টোকিয়ো বিশ্ববিদ্যালয় থেকে। এরপর জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ১৯৬৭ থেকে ১৯৭১ সন বিশ্বভারতীর জাপানী ভাষা এবং সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। তাকে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্র বিষয় আকর্ষন করেছে বারবার যে কারণে কেবলই তিনি একজন রবীন্দ্র ভক্তই হয়ে উঠেননি পাশাপাশি রবীন্দ্র গবেষক হয়ে উঠেছিলেন মনে প্রাণে। জাপান-বাংলাদেশ-ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় অজস্র লেখা প্রকাশ পেয়েছে। এমনকি জাপানে বার খন্ডে প্রকাশিত রবীন্দ্ররচনাবলীর সাধারণ সম্পাদক তিনি।
রবীন্দ্রনাথের গোরা, চন্ডালিকা, মুক্তধারা, চার অধ্যায় সহ আরো বেশ কিছু গ্রন্থ জাপানী ভাষান্তর করেছেন তিনি।