রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৩ ১৪৩১

বিবেক স্পোর্টিং ক্লাব নিউ দলকে ২ রানে হারিয়েছে ওল্ড দল

বিবেকবার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭, ৫ মে ২০২৩

আপডেট: ১৬:১৫, ৫ মে ২০২৩

বিবেক স্পোর্টিং ক্লাব নিউ দলকে ২ রানে হারিয়েছে ওল্ড দল

ছবি- সংগৃহীত

জাপানের হিয়োগো প্রিফেকচারের কোবে শহরে (মিনাতো মরি মাঠে) গতকাল একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।এতে অংশগ্রহণ করে বিবেক স্পোটিং ক্লাবের দুই দল।সকালে টসে জিতে প্রথমে  ব্যাট  করার সিদ্ধান্ত নেয় বিবেক স্পোটিং ক্লাবের ওল্ড  দল।

ইনিংসের গোড়াপত্তন করতে নামেন নয়ন এবং হাসান। প্রথম ওভারে ১৭ রান তুলে নেন। দ্বিতীয় ওভারে ওপেনার হাসান বোল্ড আউট হয়ে ফিরে গেলে মাত্র ১২ রান যোগ করতে আরো ৪ টি উইকেটের পতন হয়। এরপর দলীয় অধিনায়ক ইমন ও মস্তাইন এর পঞ্চম  উইকেটের জুটিতে মূল্যবান ৬০ রান যোগ করেন । দলীয় ৯০ রানের মাথায় অধিনায়ক ইমন (১৬ ) রান আউটে কাটা পড়েন।এর পরের ওভারে মস্তাইন (২৭) রানে বোল্ড আউট হয়ে ফিরে গেলে কিছুটা চাপে পরে যায় ওল্ড দল। এরপর অষ্টম উইকেটে নূর মোহাম্মদ (৩২) এবং নাদিমের (১৯)  দুরন্ত ব্যাটিং এ নির্ধারিত ১৬ ওভারে ১৫০ রান করতে সক্ষম হন। বিবেকস্পোর্টিং ক্লাবের নিউ দলের মেহেদী সরদার ২৭ রানে ৫ উইকেট নেন।

বিবেক স্পোর্টিং ক্লাবের ওল্ড দলের জাহিদ হোসেন ১৮  রানের বিনিময়ে মূল্যবান ৪ টি উইকেট নিয়ে "অফ দ্যা ম্যাচ " নির্বাচিত হন।

১৫১  রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুতেই  উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউ দলে। দলীয় অধিনায়ক রিপন  (২৯) নেমে কিছুটা দলের হাল ধরেন। রিপন বোল্ড আউট হয়ে ফিরে গেলে শেষে  ১৮  বলে ৩৫ রানের দরকার পরে।মেহেদী সরদার এর  মারমুখী ব্যাটিং এ শেষ ওভার এ ১৫ রানের দরকার হয়। প্রথম বলেই ৪ নেন মেহেদী। এর পর দ্বিতীয় বলে হোয়াইট এবং বাই রান থেকে ২ রান আসে। নন স্টাইকে চলে যান মেহেদী ।

তৃতীয় বলে সিজান কোনো রান নিতে পারেনি। চতুর্থ বলে সিজান এক রান নেন। শেষের দুই বলে ৮ রান দরকার হয়।  পঞ্চম বলে কোনো রান নিতে পারেনি । শেষ বলে ৬ মারেন। ফলে দুই রানে জয় পায় ওল্ড দল।

বিবেক স্পোর্টিং ক্লাবের ওল্ড দলের জাহিদ হোসেন ১৮  রানের বিনিময়ে মূল্যবান ৪ টি উইকেট নিয়ে "অফ দ্যা ম্যাচ " নির্বাচিত হন।

সংক্ষিপ্ত স্কোরঃ

বিবেক স্পোর্টিং ক্লাব ওল্ড দল।
১৫০/৯, ১৬ ওভারে।
নুর মহাম্মদ ৩২, মোস্তাইন ২৭, নাদিম ১৯,ইমন ১৬।
 মেহেদী সরদার ২৭/৫।

বিবেক স্পোর্টিং ক্লাব নিউ দল।
১৪৮/৭ ,১৬ ওভারে

মেহেদী সরদার ৪৮, রিপন ২৯।
জাকির ১৮/৪