রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৩ ১৪৩১

মুখোমুখি ইমপ্রুভমেন্ট স্পোর্টিং ক্লাব বনাম বেঙ্গল ক্রিকেটার্স

আলমগীর হোসেন ইমন

প্রকাশিত: ২৩:০৩, ১৫ মার্চ ২০২৩

মুখোমুখি ইমপ্রুভমেন্ট স্পোর্টিং ক্লাব বনাম বেঙ্গল ক্রিকেটার্স

ব্রাদার্স ফেয়ার ক্রিকেট টুর্নমেন্টের প্রথম রাউন্ড এর তৃতীয় খেলায় মুখোমুখি হয় ইমপ্রুভমেন্ট স্পোর্টিং ক্লাব বনাম বেঙ্গল ক্রিকেটার্স

ব্রাদার্স ফেয়ার ক্রিকেট টুর্নমেন্টের প্রথম রাউন্ড এর তৃতীয় খেলায় মুখোমুখি হয় ইমপ্রুভমেন্ট স্পোর্টিং ক্লাব বনাম বেঙ্গল ক্রিকেটার্স  শুরুতে টস এ জিতে বল  করার সিদ্ধান্ত নেয় ইমপ্রুভমেন্ট স্পোর্টিং ক্লাবের দল অধিনায়ক তালহা। শুরুতে নেমে বেঙ্গল ক্রিকেটার্স দুই ব্যাটসম্যান সজীব এবং অধিনায়ক জীবন  বলারদের চাপ সামলাতে না পারায় তাড়াতাড়ি আউট হয়ে যায় এবং  পরবর্তী  ব্যাটসম্যানরা ও বোলারের তোপের মুখে পড়ে ।

নিয়মিত উইকেট পড়তে থাকে বেঙ্গল ক্রিকেটার্স এর ব্যাটসম্যান মিজানুর রহমান এর ৩১ বলে ৫৮ রানের উপর ভর করে বেঙ্গল ক্রিকেটার্স ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করে ,দলের হয়ে মিজানুর রহমান ৫৮ এবং সুমন  ১৩ রান করে ।ইমপ্রুভমেন্ট স্পোর্টিং ক্লাব এর বলার আকাশ ২ টি ,তালহা ১ টি ,মামুন ১টি ,সেতু ১টি এবং সিফাত ১টি করে উইকেট নেন । ১০১ রানের টার্গেটে ব্যাট করতে নামেন ইমপ্রুভমেন্ট স্পোর্টিং ক্লাবের দুই ব্যাটসম্যান আশিক ও সেতু দুই জন এ বেঙ্গল টাইগার এর বলারদের চাপ সামলাতে না পারায় তাড়াতাড়ি আউট হয়ে যান পরে ব্যাটসম্যান মামুন রান না করতে পারায় ইমপ্রুভমেন্ট স্পোর্টিং ক্লাব কিছুটা চাপে পড়ে যায় তবে ব্যাটসম্যান ইয়াসিন এর ২৫ বল এ ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে ইমপ্রুভমেন্ট স্পোর্টিং ক্লাব মাত্র ১০.৩ বলে  ১০১ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

ইমপ্রুভমেন্ট স্পোর্টিং ক্লাব এর পক্ষে ব্যাটসম্যান ইয়াসিন ৪২ রান ও শিমুল ১৬ রান করেন এবং বেঙ্গল ক্রিকেটার্স এর বলার সুমন ৩ উইকেট কাউসার ১ এবং মিজান২ একটি করে উইকেট লাভ করে ।ফলাফল ইমপ্রুভমেন্ট স্পোর্টিং ক্লাব ৬ উইকেট এ জয় লাভ করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় ।ইমপ্রুভমেন্ট স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যান ইয়াসিন তার ব্যাক্তিগত সংগ্রহ ২৫ বল এ ৪২ রান।