সংগৃহীত
জাপানের হিয়োগো প্রিফেকচারের কোবে শহরে দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল মাঠে নামছে বিবেক স্পোটিং ক্লাব ও হিয়োগো হান্টারস।
আসিয়া সেন্টার মাঠে আগামীকাল বিকেল পাঁচটায় ডে-নাইট ম্যাচটি শুরু হবে।
দুই দলের এটাই প্রথম মোকাবেলা। তাই জয় নিয়ে দুই দলের অধিনায়ক আশাবাদী।
বিবেক স্পোটিং ক্লাবের অধিনায়ক রিপন বলেন, এইবার আমাদের দলে নতুন কিছু প্রতিভার খেলোয়াড় রয়েছে।
আমার জয় ছাড়া অন্য কিছু ভাবছি না।
হিয়োগো হান্টারসের অধিনায়ক মেহেদী বলেন, নতুন দল নিয়ে আমি আশাবাদী,
আমরা ও জয়ের আশা নিয়ে মাঠে নামব।
দুই দলের হয়ে যারা মাঠে নামবে:
হিয়োগো হান্টারস:
মেহেদি(অধিনায়ক)জাহিদ,ফারুক,ফাইজুল,হিমেল,রাক্কি, হাসেম,জুবায়ের,বিজয়,তনিম
পারভেজ।
বিবেক স্পোটিং ক্লাব:
রিপন (অধিনায়ক), ফয়সাল, ইমন, নয়ন, মোস্তাইন,আপন, সাইয়েদ, হামিম, মিজানুর, বিজয়, রাজু।