সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৬ ১৪৩১

নিমগ্ন ভেজা চোখ

বিবেকবার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮:১২, ১৪ মার্চ ২০২৩

নিমগ্ন ভেজা চোখ

নিমগ্ন ভেজা চোখ

ত্রিশটি আবৃত্তি নির্ভর কবিতার সমন্বয়ে কবিতা গ্রন্হ " নিমগ্ন ভেজা চোখ"।রীতা আক্তারের রচনায় কবিতায় ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ,সমাজ জীবন, প্রেম, বিরহ, ভালোবাসা, অভিমান।আবৃত্তি উপযোগী বইটি সবার ভালো লাগবে।

 

লেখক-রীতা আক্তার
বই-নিমগ্ন ভেজা চোখ
ধরণ- কবিতা
দাম- ২০০
প্রকাশ - ফেব্রুয়ারি ২০২৩
প্রকাশনা-বিবেক মিডিয়া এন্ড পাবলিকেশন
ঘরে বসে বইটি কিনতে ভিজিট করুন- w w w.rokomari://rokomari.com