শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

বাবা

বিবেকবার্তা ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০২২

বাবা

বাবা

বাবা মানেই নির্ভয় একটা স্হান। প্রতিটি সন্তানের কাছে তার বাবা শ্রেষ্ঠ।আলেক রোজারিও রচিত " বাবা" গ্রন্হটি প্রকাশিত হয়েছে বিবেক মিডিয়া এন্ড পাবলিকেশন থেকে ২১শে গ্রন্হ মেলায় ২০২১ সালে।লেখক আলেক রোজারিও তাঁর বাবার স্মৃতিচারণ করে বইটি লিখেছেন। 

 
লেখক - আলেক রেজারিও 
প্রকাশকাল- ২১ শে গ্রন্হমেলা ২০২১
প্রকাশক - পি আর প্ল্যাসিড, বিবেক মিডিয়া এন্ড পাবলিকেশন। 
প্রচ্ছদ- মোঃ বেলাল হোসেন খাঁন 
মূল্য- ৪০০ টাকা।