শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

ভবের মেলা

বিবেকবার্তা ডেস্ক

প্রকাশিত: ১০:১২, ৮ সেপ্টেম্বর ২০২২

ভবের মেলা

ভবের মেলা

মরমি কবি হামিদুল হক চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার,মরিয়ম নগর ইউনিয়নে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯ মে ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। পেশায় ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক। ২০১৫ সালে শিক্ষকতা থেকে অবসর নেন। 

তিনি গীতকবিতা ও ভক্তিমূলক গান লিখেছেন। 
বিবেক মিডিয়া এন্ড পাবলিকেশন থেকে ২১ শে গ্রন্হ মেলা ২০২২ সালে প্রকাশিত হয়েছে কবির " ভবের মেলা" বইটি। 
বইটির প্রচ্ছদ করেছেন মেহেদী হাসান। 
প্রকাশক - পি আর প্ল্যাসিড 
মূল্য -২৫০ টাকা