শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

শুটিং সেটে আহত হলিউড অভিনেত্রী

বিবেকবার্তা ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ১০ আগস্ট ২০২৩

শুটিং সেটে আহত হলিউড অভিনেত্রী

ছবি- সংগৃহীত

‘ব্রাইড হার্ড’ ছবির শুটিংয়ে স্টান্ট পারফর্ম করতে গিয়ে আহত হয়েছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন।

জর্জিয়ার সাভানায় ভোরবেলা সিনেমার শুটিং করতে গিয়ে আহত হন তিনি। এ দুর্ঘটনার কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন।জানা গেছে, হাসপাতালে যাওয়ার পর তার মুখে তিনটি সেলাই পড়েছে। এ ছাড়া রাতও কাটাতে হয়েছে হাসপাতালেই।
 
‘ব্রাইড হার্ড’ সিনেমাটিতে একজন গুপ্তচরের ভূমিকা পালন করছেন ৪৩ বছর বয়সী রেবেল। ছদ্মবেশে এক বিয়ের অনুষ্ঠানে ব্রাইডমেড সেজে উপস্থি হবেন এ অভিনেত্রী। ঘটনাক্রমে বিয়ের কনে তারই ছোটবেলার বন্ধু। এই গল্পের ওপর ভিত্তি করেই সিনেমার চিত্রনাট্য এগিয়েছে।

এর আগে ‘পিচ পারফেক্ট’ সিরিজের মধ্য দিয়ে নজর কেড়েছিলেন রেবেল উইলসন। ২০১৯ সালে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে ‘ইজন্ট ইট রোমান্টিক’ ছবিতেও দেখা গিয়েছিল এ অস্ট্রেলিয়ান তারকাকে।