সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৬ ১৪৩১

মাহফুজ আহমেদের নতুন চমক ‘অদৃশ্য’

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৭, ১৭ জুলাই ২০২৩

মাহফুজ আহমেদের নতুন চমক ‘অদৃশ্য’

ছবি- সংগৃহীত

মিডিয়া থেকে দীর্ঘ বিরতির পর রাজকীয় বেশে আবারও পর্দায় ফিরে এসেছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। ইন্ডাস্ট্রিতে ফিরে এসেই একের পর এক দিচ্ছেন নতুন চমক।

দীর্ঘ বিরতির পর শুরুটা হয়েছিল কোরবানি ঈদে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে। দর্শকদের ভালোবাসায় নাম লেখাতে পেরেছেন ব্যবসাসফল সিনেমার তালিকায়।রূপালি পর্দা কাঁপিয়ে এবার তিনি চমক নিয়ে আসছেন ওটিটি প্ল্যাটফর্মে। কাজ শুরু করেছেন নতুন সিরিজ ‘অদৃশ্য’-তে। এ সিরিজে মাহফুজের বিপরীতে দেখা যাবে অপি করিমকে।

জনপ্রিয় এ জুটি এক সময় টিভি পর্দা কাঁপিয়েছে। এবার তাদের সে রসায়ন দেখা যাবে ওটিটিতে। মাহফুজের ক্ষেত্রে ওটিটিতে প্রথম কাজ হলেও অপির এ প্ল্যাটফর্ম নতুন নয়। অপির প্রথম কাজ  ছিল অমিতাভ রেজার সিরিজ ‘ঢাকা মেট্রো’।
 
‘অদৃশ্য’ নামের সিরিজটি নির্মাণ করছেন সাফায়েত মনসুর রানা। এর মধ্যেই সিরিজটির অর্ধেক কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী  ২২ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে নতুন এ সিরিজটি।