শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

নতুন সিনেমায় আফরান নিশো

বিবেকবার্তা ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ১৬ জুলাই ২০২৩

নতুন সিনেমায় আফরান নিশো

ছবি- সংগৃহীত

ঈদুল আযহায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে ঢালিউডের রুপালি পর্দায় অভিষেক হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পায়। এরইমধ্যে খবর এলো নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্যার জনপ্রিয় এই অভিনেতা। যদিও নতুন ছবি নিয়ে এখনো কিছু বলেননি নিশো।

জানা গেছে, এখনো সিনেমাটির নাম ঠিক হয়নি। এটি নির্মাণ করবেন আবরার আতহার। এর আগে এই নির্মাতা একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছিলেন। ওই সিরিজটিতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন নিশো।

নির্মাতা সূত্রে জানা গেছে, মাফিয়া ডনকে নির্মূল করাই সিনেমাটির গল্পে উঠে এসেছে। নতুন এই সিনেমাটি নির্মাণ করবে সুড়ঙ্গ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। তবে সিনেমাটির শুটিং কবে শুরু হবে এবং আরও কে কে অভিনয় করবেন সেই বিষয় প্রকাশ করতে নারাজ প্রযোজনা প্রতিষ্ঠানটি।

নির্মাতা আবরার আতহার বলেন, সিনেমাটি নির্মাণ করব এটা সত্যি, প্রাথমিক আলোচনাও হয়েছে। খুব শিগগিরই সবকিছু চূড়ান্ত করে আমি ঘোষণা দেব।

 

তথ্য- ইন্টারনেট