সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, পৌষ ১৬ ১৪৩১

কবিতা লিখে যান অবসর সময়ে

রীতা আক্তার

প্রকাশিত: ১৩:১৯, ২৩ এপ্রিল ২০২২

কবিতা লিখে যান অবসর সময়ে

কবি নিখিল বিশ্বাস

নিখিল বিশ্বাস, জন্ম ১৯৫৬সালে।  এম, এ, বি, এড ,প্রাক্তন যুগ্ম অধিকর্তা, শিক্ষা বিভাগ, ত্রিপুরা সরকার । ভালোবাসেন কবিতা লিখতে ও পড়তে। স্কুল ম্যাগাজিনে তার প্রথম কবিতা লেখা। কলেজ জীবনে আগরতলার স্থানীয় পত্র পত্রিকায় বেশ কিছু লেখা ছাপা হয়েছিল।

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার একটি কবিতা সংসদ আয়োজিত বাৎসরিক কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছিলো। মাঝে কর্মজীবন ও সাংসারিক নানা ঝামেলায় লেখা ছেড়েই দিয়েছিলেন তিনি । বর্তমানে অবসর কাটাচ্ছেন, তাই আবার কবিতা নিয়ে মেতে উঠেছেন তিনি।

মূলতঃ ফেসবুকের দেয়ালে আর কিছু গ্রুপ ম্যাগাজিনে লিখছে। খানিকটা অলস আর অর্থ খরচের ভয়ে বই ছাপার চেষ্টা করেন না তিনি। কোন প্রকাশক এগিয়ে এলে বই প্রকাশে আগ্রহ জনান তিনি। তার অতি প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ,জয় গোস্বামী, পূর্ণেন্দু পত্রী এবং আরো অনেকে।