রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৩ ১৪৩১

লেখার মাধ্যমে এগিয়ে যেতে চান রীতা আক্তার

রীতা আক্তার

প্রকাশিত: ১১:৩৩, ১৭ এপ্রিল ২০২২

লেখার মাধ্যমে এগিয়ে যেতে চান রীতা আক্তার

রীতা আক্তার

রীতা আক্তারের জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলায় ১৯৮৩ সালের ১লা ফেব্রুয়ারী। পেশায় তিনি একজন গৃহিণী। গ্রাজুয়েশন করেছেন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনিস্টিটিউট থেকে। 
 
স্কুল জীবনে ২১ ফেব্রুয়ারীর দেয়াল পত্রিকার মধ্য দিয়ে লেখার জগতে প্রবেশ করা। বেশ কিছু দেশীয় সাহিত্য পত্রিকায় এবং দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় তার লেখা গল্প, কবিতা,প্রবন্ধ,ভ্রমণ কাহিনী নিয়মিত প্রকাশিত হচ্ছে।
এছাড়া ভারতীয় বিভিন্ন সাহিত্য পত্রিকা এবং জাপান,প্যারিস,  নিউইয়োর্ক সহ আরো কিছু দেশের পত্রিকাতেও তার লেখা প্রকাশিত হচ্ছে নিয়মিত। 
 
২০১৭ সালে জাতীয় কবি পরিষদের সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতার একটি পর্বে তার লেখা কবিতা চতুর্থ স্হান লাভ করে। ২০১৮ সালের জাতীয় কবি পরিষদের সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতায় তার কবিতা তৃতীয় স্হান লাভ করে। পেয়েছেন সম্মাননা
 
২০১৭ সালে তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আবৃত্তি একাডেমি থেকে আবৃত্তির উপর একটি কর্মশালা করে আবৃত্তির সাথে সম্পৃক্ত হন। কবিতা জগতে এভাবেই তাঁর পদচারনা শুরু ।
 
 তাঁর প্রথম কাব্য গ্রন্হ " স্বপ্নের মাঝে স্বপ্ন " ২০১৮ সালে অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত হয়  হয়।
২০২০ সালে যৌথ কাব্য গ্রন্হ " চিরদিনের বর্ণমালা " প্রকাশিত হয় চিরদিন প্রকাশনী থেকে।
২০২০ সালে কোলকাতা থেকে যৌথ কাব্য গ্রন্হ " ডানা মেলুক ইচ্ছেরা " প্রকাশিত হয়। 
চিরদিন প্রকশনী থেকে ২০২১ সালে প্রকাশিত হয় যৌথ কাব্যগ্রন্হ শতাব্দীর পঙতিমালা।
 
 
২০১৭ সালে বিজনেস ডাইজেস্ট পত্রিকা থেকে কবিতায় সম্মাননা পান। 
২০১৮ সালে পায়রা ম্যাগাজিন থেকে কবিতায় সেরা লেখক সম্মাননা পান।
২০১৯ সালে অপরাজিত সাহিত্য পত্রিকা থেকে প্রজন্ম সাহিত্য সম্মাননা পান। 
২০১৯ সালে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বঙ্গবন্ধু স্বারক সম্মাননা পান। 
আরগতলার আরশিকথা থেকে পান স্বারক সম্মাননা এবং কথায় ছবিতে তুমি প্রতিযোগিতায় অংশ নিয়ে পান সম্মাননা । 
 
 
বর্তমানে তিনি জাপানের " বিবেকবার্তা "পত্রিকার সাহিত্য সম্পাদক এবং " বিবেক সাহিত্য পরিষদ"এর
প্রধান হিসেবে নিযুক্ত রয়েছেন।