শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, পৌষ ৭ ১৪৩১

সামাজিক মাধ্যমে পাঠকদের প্রশংসা লাভ করেছে শক্তিপদবাবুর লেখা

রীতা আক্তার

প্রকাশিত: ১০:৪৯, ২৪ আগস্ট ২০২২

সামাজিক মাধ্যমে পাঠকদের প্রশংসা লাভ করেছে শক্তিপদবাবুর লেখা

শক্তি পদ মুখোপাধ্যায়

শক্তি পদ মুখোপাধ্যায়,বিএসসি, সিএআইআইবি, ডিআইএম, ডিসিও, এমএ (ইংরাজি), ব্যাংকের  একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিক। ওনার লেখা কবিতা,গল্প এবং প্রবন্ধ বিভিন্ন সামাজিক মাধ্যমে পাঠকদের প্রশংসা লাভ করেছে। তিন বছর আগে শক্তিপদবাবুর লেখা এবং পরিচালনায় একটি গীতিনাট্য প্রভূত সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয়। ওনার লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ  বর্ডারলেস, পাসএজার, মলিকুল, বেটার দ্যান স্টারবাক্‌স, দি ড্রিবল ড্রেবল রিভিউ,তাৎক্ষনিক, দি পোয়েট, মাইন্ডফুল, ডিপ ওভারষ্টক, কাফেলিটম্যাগাজিন, ইন্ডিয়ান পিরিয়ডীকাল, ডাউন ইন দা ডার্ট, একাডেমী অফ দি হার্ট এন্ড মাইন্ড, বিবেকবার্তা, শব্দদ্বীপ ইত্যাদি  পত্রিকায় প্রকাশিত হয়েছে। শক্তিপদবাবুর কিছু লেখা অদূর ভবিষ্যতে প্রকাশের জন্য গৃহীত হয়েছে বিভিন্ন ম্যাগাজিনে যেমন মিউজ ইন্ডিয়া, স্কারলেট লিফ রিভিউ ইত্যাদি”।