রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৩ ১৪৩১

চেরি ফুল দেখতে আসা দর্শকে পরিপূর্ণ টোকিওর উয়েনো পার্ক

বিবেকবার্তা আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ৭ এপ্রিল ২০২৪

চেরি ফুল দেখতে আসা দর্শকে পরিপূর্ণ টোকিওর উয়েনো পার্ক

ছবি- সংগৃহীত

টোকিওতে, জনপ্রিয় সোমেই-ইয়োশিনো জাতের চেরি ফুল পূর্ণ প্রস্ফুটিত হয়েছে।

গতকাল শনিবার,বিদেশি পর্যটকরা ৫৫ জাতের ৪শটি চেরি গাছ থাকা উয়েনো পার্কে ভিড় জমান। আগতদের অনেকেই ছবি তোলেন এবং বিভিন্ন খাবার ও পানীয় উপভোগ করেন।

উল্লেখ্য, গত সাত বছরের মধ্যে এই প্রথমবারের মতো এপ্রিলে রাজধানীতে চেরি ফুল পূর্ণ প্রস্ফুটিত হয়েছে।

পার্কে আগত এক ব্যক্তি বলেন যে, তিনি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে একত্রিত হতে পেরে আনন্দিত, যাদের চুল এখন আরও ধূসর হয়েছে। তিনি এও বলেন যে, পূর্ণ প্রস্ফুটনের এই সময়টাও উপযুক্ত ছিল।

সহকর্মীদের সাথে আগত এক নারী বলেন যে, তিনি তার ঊর্ধ্বতন ও জেষ্ঠ্যদের সাথে বেশ মজা করছেন এবং ফুলের সৌন্দর্য তার মদ্যপানের ইচ্ছাকে আরও বাড়িয়ে দিচ্ছে।