ছবি- সংগৃহীত
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্মানে গাজায় ‘যুদ্ধ বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন।
গুতেরেস সাংবাদিকদের বলেছেন, রমজান ‘শান্তি, পুনর্মিলন এবং সংহতি উদযাপন করে। তবে রমজান শুরু হলেও গাজায় হত্যা, বোমা হামলা এবং রক্তপাত অব্যাহত রয়েছে।’
তিনি ‘জিম্মিদের মুক্তি এবং দ্রুত ও ব্যাপক পরিসরে জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সহায়তা সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।’
জাতিসংঘ বলেছে, মানবিক সহায়তার অভাবের কারণে ক্রমেই গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি বৃদ্ধি করছে। সেখানে ২৪ লাখ মানুষ ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে একেবারে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে।